ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগের নতুন কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগের নতুন কমিটি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: দীর্ঘ ১০ বছর পর অবশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ আংশিক এই কমিটির ঘোষণা দেন।



কমিটিতে স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আল-মামুন সরকারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এছাড়া বর্তমান পৌর মেয়র মো. হেলাল উদ্দিনকে জেষ্ঠ্য সহ সভাপতি ও সদস্য সাবেক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এ কে এম এমদাদুল বারীকে এক নম্বর সদস্য করা হয়েছে।

পরে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় ও স্থানীয় আট নেতাকে দায়িত্ব দেওয়া হয়।
  
এদিকে, নতুন কমিটি ঘোষণা করার পর মোকতাদির চৌধুরীর সমর্থকরা শহরে আনন্দ মিছিল করে। পরে তারা হালদারপাড়ার দলীয় কার্যালয়ে নতুন নেতাদের ফুলের শুভেচ্ছা জানান।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বাংলানিউজকে জানান, ১০ বছর পর কমিটি গঠন হওয়ায় জেলা আওয়ামী লীগ যেমন ভারমুক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।