ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পল্টনে গাড়ি ভাঙচুর ককটেল

ফখরুল, আব্বাস সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

সিনিয়র ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, ডিসেম্বর ৩০, ২০১৪
ফখরুল, আব্বাস সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা মির্জা ফখরুল ও মির্জা আব্বাস

ঢাকা: সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

আসামি করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস সহ বেশ কয়েকজন সিনিয়র নেতাকে।



এজাহারে ৪৩ জনের নাম উল্লেখ থাকলেও অজ্ঞাত হিসেবে আরও ২০-২৫ জনকে আসামি দেখানো হয়েছে।

সোমবার রাতেই মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করা হয় বলে জানা গেছে পুলিশ সূত্রে। মামলার বাদী পল্টন থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক হাওলাদার।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলানিউজকে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।