ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

গোপালগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, ডিসেম্বর ৩০, ২০১৪
গোপালগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটূক্তির প্রতিবাদে গোপালগঞ্জ জেলা বিএনপির একাংশের কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় কার্যালয়ের বাইরের দেওয়ালে আঁকা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি মুছে ফেলা হয়।



মঙ্গলবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা শহরের বঙ্গবন্ধু সড়কের পাশের জেলা বিএনপির একাংশের কার্যালয়ে (সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু গ্রুপের) গিয়ে এ ভাঙচুর চালায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সরিয়ে দেয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের কিছু নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছে। তবে  কেউ থানায় অভিযোগ করেনি।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ বলেন, যারা বঙ্গবন্ধুকে নিয়ে কট‍ূক্তি করেছে তাদের ছবি ও রাজনীতি গোপালগঞ্জের মাটিতে থাকা উচিত নয়। আর যারা এ ঘটনা ঘটিয়েছেন, তারা ভালোই করেছেন। এ ঘটনায় তাদের সহযোগিতা করা উচিত।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুনসুর আলী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটা সুষ্ঠু ধারার রাজনীতি হতে পারে না।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ