ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খুলনায় জামায়াত-শিবিরের ৩ নেতা-কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, ডিসেম্বর ৩০, ২০১৪
খুলনায় জামায়াত-শিবিরের ৩ নেতা-কর্মী আটক

খুলনা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে মিছিল বের করার চেষ্টাকালে খুলনায় জামায়াত-শিবিরের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, খুলনা মহানগর ছাত্র শিবিরের সাংস্কৃতিক সম্পাদক মো. তানভির (২৫), শিবিরকর্মী মো. মাকসুদ (২৩) ও জামায়াত নেতা মুজাহিদ (৩৪)।



মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাদের খুলনা সদর থানাধীন টুটপাড়াস্থ ইলাক্স মোড় থেকে গ্রেফতার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে দুপুর সোয়া ১টায় মিছিল বের করার চেষ্টাকালে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।