ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

মিলনের আগাম জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
মিলনের আগাম জামিন ফজলুল হক মিলন

ঢাকা: গাজীপুরের হরতালে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় দুই সপ্তাহের আগাম জামিন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।

মঙ্গলবার হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো.বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ তার আবেদন মঞ্জুর
করেন।

আদালতে আসামি পক্ষের  আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

২৭ ডিসেম্বর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপিকে জনসভা করতে না দেওয়ায় ওই দিন গাজীপুরে হরতালের ডাক দেয় বিএনপি।

হরতালে ভাঙচুরের ঘটনায় জেলার জয়দেবপুর থানায় স্থানীয় সাংবাদিক ফরিদ আহমেদ বাদী হয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়:১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।