ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

আজহারের ফাঁসি, বুধ-বৃহস্পতি জামায়াতের হরতাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
আজহারের ফাঁসি, বুধ-বৃহস্পতি জামায়াতের হরতাল

ঢাকা: একাত্তরে মানববতাবিরোধী কর্মকাণ্ডের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে বুধবার (৩১ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) হরতাল ডেকেছে দলটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।



এ রায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্রের অংশ বলে দাবি করে জামায়াত।

জামায়াত নেতা মকবুল আহমাদ বলেন, এ ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে ৩১ ডিসেম্বর বুধবার এবং ১ জানুয়ারি বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।  

তিনি অভিযোগ করেন, সরকার মিথ্যা ও কাল্পনিক অভিযোগে এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করেছে। আর সাজানো সাক্ষীর ভিত্তিতে তার বিরুদ্ধে ‘ন্যায়ভ্রষ্ট’ রায় দেওয়া হয়েছে।

রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে জানিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত  আমির মকবুল আহমাদ বলেন, এ রায়ে এটিএম আজহারুল ইসলাম ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। আশা করি উচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত হবে এবং তিনি খালাস পাবেন।

সরকার নানাভাবে এই বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেছে অভিযোগ করে তিনি বলেন, সরকার বিচারের নামে জামায়াত নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে। কিন্তু তা জনগণ মেনে নেবে না।

জামায়াতের সব নেতার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন এই জামায়াত নেতা।

কর্মসূচি চলাকালে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে এক বিবৃতিতে জানায় জামায়াত।

বাংলোদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪; আপডেট: ১৪১৩ ঘণ্টা

** আজহারের ফাঁসি
** দু’দিনের হরতালকে কেন্দ্র করে বিজিবি টহল
** আজহারের ফাঁসির রায়ে কথা বলতে নারাজ বিএনপি
** জনগণের কাঙ্ক্ষিত রায় : গণজাগরণ মঞ্চ
** বীরাঙ্গনাদের আত্মত্যাগ পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করতে হবে
** ফাঁসির রায় ‘অষ্টম আশ্চর্য’
** কুড়িলে শিবিরের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

** আজহারের ফাঁসির রায়ে কথা বলতে নারাজ বিএনপি
** কারমাইকেল কলেজের ৬ শিক্ষককে হত্যা করেন আজহার
** রায়ে সন্তুষ্ট আওয়ামী লীগ

** ‘আমি নিদোর্ষ, আল্লাহ আপনাদের বিচার করবে’
** জনগণের কাঙ্ক্ষিত রায় : গণজাগরণ মঞ্চ
** হত্যা-গণহত্যা-ধর্ষণের পাঁচ অভিযোগই প্রমাণিত
** সহিংস আন্দোলনে রায় পরিবর্তন করা যায় না
** আজহারের রায়ের দ্বিতীয় অংশ পড়া চলছে
** আজহারের রায়ের প্রথম অংশ পড়া চলছে
** আজহারের রায়ের প্রথম অংশ পড়া চলছে
** এজলাসে বিচারকরা, আজহার কাঠগড়ায়

** ট্রাইব্যুনালে বিচারকরা, কাঠগড়ায় আজহার

** ট্রাইব্যুনালে বিচারকরা

** ট্রাইব্যুনালের হাজতখানায় আজহার
** স্লোগানে-স্লোগানে গণজাগরণ মঞ্চের ফাঁসির দাবি
** আজহারের রায়কে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা

** আজহারের যুদ্ধাপরাধের রায়ের অপেক্ষা
** আজহারের যুদ্ধাপরাধের রায় মঙ্গলবার
** ঢাকা কেন্দ্রীয় কারাগারে আজহার
** আজহারের সর্বোচ্চ শাস্তি চান নিজ এলাকাবাসী
** ‘আমি নির্দোষ,আল্লাহ আপনাদের বিচার করবে’
** আজহারের দন্ডাদেশে জবি ছাত্রলীগের আনন্দ মিছিল
** ট্রাইব্যুনালে উদ্ধত আজহার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।