ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৭, ডিসেম্বর ২৯, ২০১৪
বগুড়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাত ছবি : প্রতীকী

বগুড়া: বগুড়া শহরের খান্দার এলাকায় জাহিদ হোসেন (৩৪) নামে এক যুবদল নেতাকে ছুরিকাঘাত করে জখম করেছে স্থানীয় হরতালবিরোধীরা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে খান্দার মোড়ে হরতালের সমর্থনে অবস্থানকালে তার ওপর এই হামলার ঘটনা ঘটে।



জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান বাংলানিউজকে জানান, জাহিদ হোসেন শাহজাহানপুর উপজেলার কৈগাড়ী এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সোমবার বিকেল ৪টার দিকে হরতালের সমর্থনে সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করছিলেন জাহিদ হোসেন। এ সময় স্থানীয় হরতালবিরোধীরা এসে জাহিদকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। পরে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা বাংলানিউজের কাছে স্বীকার করলেও কে বা কারা করেছে সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

এছাড়া, জাহিদ হোসেন আশঙ্কামুক্ত বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ