ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বুধবার

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির জরুরী বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।



বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বাংলানিউজকে স্থায়ী কমিটির বৈঠকের খবর নিশ্চিত করেন।

দলীয় সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির এ বৈঠকে মূলত শূন্য হয়ে পড়া মহাসচিব পদ ও সরকার বিরোধী আন্দোলন কর্মসূচির কৌশল নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা ঢাকা মহানগর ও মানিকগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন, ব্যারিস্টার নাজমুল হুদার বহিষ্কারাদেশ ইত্যাদি নিয়েও আলোচনা হবে।

স্থায়ী কমিটির সব সদস্যকে যথাসময়ে বৈঠকে উপস্থিত হওয়ার জন্য চেয়ারপারসনের কার্যালয় থেকে এরই মধ্যে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।