ঢাকা: সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের বিরুদ্ধে মামলার ঘটনা তদন্তে ঢাকার দোহার থানার ওসিকে(তদন্ত) নির্দেশ দিয়েছেন আদালত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পোস্টার-ব্যানার ছিঁড়ে পদদলিত করার অভিযোগে সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিকী।
দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার নিপু অভিযোগটি তদন্ত করে আগামী ২০ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে দোহার থানার ওসি (তদন্ত)-কে নির্দেশ দেন।
এর আগে সকালেই বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত।
মামলায় ২নং সাক্ষী করা হয়েছে ওই এলাকার সংসদ সদস্য সালমা ইসলামকে।
অভিযোগ অনুযায়ী, গত ১৬ ডিসেম্বর দোহার থানাধীন জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবসে দোহারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আবদুল মান্নান খানের নাম না বলায় তিনি নিজেই কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পোস্টার-ব্যানার ছিঁড়ে পদদলিত করেন। একইভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করীম ভূঁইয়াও অনুষ্ঠান মঞ্চে সাবেক প্রতিমন্ত্রীর হাতে নাজেহাল হন।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
** সাবেক প্রতিমন্ত্রী মান্নান খানের বিরুদ্ধে মামলা