ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হরতালে ভাংচুর, পুলিশের কাজে বাধা

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ১৬৯ সদস্য রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সোমবার হরতালের সময় গ্রেপ্তার ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ১৬৯ সদস্যকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আরো ৪৪ জনের রিমান্ড শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।



রিমান্ডে নেওয়াদের অধিকাংশই মাদ্রাসা ছাত্র। তাদের অনেকের বয়স ১৬ বছরের নিচে।
 
মঙ্গলবার বিভিন্ন মামলার তদন্ত কমকর্তারা তাদের আদালতে হাজির করে মামলা ভেদে দুই থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

একাধিক ম্যাজিস্ট্রেট তাদের এক থেকে দুই দিন পর্যন্ত রিমান্ড মঞ্জুর ও কয়েকজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

হরতালের সময় ভাংচুর ও পুলিশের কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে গুলশান ও বাড্ডা থেকে ১৮, মোহাম্মদপুর, কাফরুল থেকে ২৬, শাহবাগ থেকে ১৪, রমনা থেকে ৩৪ ও পল্টন এলাকা থেকে ১২১ জনকে গ্রেপ্তার করা হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।