ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রংপুরে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, ডিসেম্বর ২৯, ২০১৪
রংপুরে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

রংপুর: হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে রংপুর জেলার কাউনিয়া, পীরগাছা, গঙ্গাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর ও নগরীর বিভিন্ন এলাকা থেকে ৩ বিএনপি ও ৭ জামায়াত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুরের ৮ থানার পুলিশ রোববার (২৮ ডিসেম্বর) রাত থেকে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত এ সব উপজেলায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।



এবিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নামে বিভিন্ন মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।