ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় হরতালে ভ্রাম্যমাণ আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
বগুড়ায় হরতালে ভ্রাম্যমাণ আদালত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ছোট খাট অপরাধের তাৎক্ষণিক সাজা দিতে মাঠে আছেন ভ্রাম্যমাণ আদালত। বিজিবি ও পুলিশ সদস্যদের নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালানো হচ্ছে।



সোমবার(২৯ ডিসেম্বর) সকাল থেকেই ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকায় খুব একটা সুবিধা করতে পারছেন না হরতালকারী ও পিকেটাররা। নির্বাহী ম্যাজেস্ট্রেটের নেতৃত্বে টিমের আগমন সংবাদ পেয়ে দ্রুত পিছু হটে যান হরতাল সমর্থকরা। একই সঙ্গে টিমকে দেখে পথ চলাচলে কিছুটা হলেও নিরাপত্তার আশ্বাস পান পথচারীরা। এ সময় সন্দেহভাজন বেশকিছু মোটরসাইকেল আটক করে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

শহরের শেরপুর রোড ঠনঠনিয়া এলাকায় টহলরত থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি বাংলানিউজকে জানান, জনগণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং সরকারি সম্পত্তিসহ জনসাধারণের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তারা কাজ করছেন।  

বেলা ১১টা পর্যন্ত শহরের কোথাও শহরে কোনো ধরনের যান চলাচল করতে দেখা যায়নি। অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। আদালতসহ অন্যান্য সরকারি অফিস ও ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক হলেও রাস্তায় লোক সমাগম ছিল বেশ কম। সময়ের খানিকটা তারতম্য হলেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো ধরনের গাড়ি।

সকাল ৯টার দিকে হরতালের সমর্থনে শহরের শেরপুর রোড ইয়াকুবিয়া মোড়ে ছোট পরিসরে একটি মিছিল ও পথসভা করে বিএনপি। বেলা পৌনে ১২টার দিকে হরতালবিরোধী মিছিল করে আওয়ামী লীগ।  

গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল চলছে। বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা,  ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।