ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ৭ পেট্রোল বোমাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
রাজশাহীতে ৭ পেট্রোল বোমাসহ আটক ২ ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহী মহানগরীর মতিহার থানার মিজানের মোড়ে অভিযান চালিয়ে সাতটি পেট্রোল বোমাসহ দু’জনকে আটক করছে র‌্যাব।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে মিজানের মোড় এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৫।

 

আটক দু’জন হলেন- সিরাজুল ইসলাম (২৩) ও নাঈম আহমেদ (১৮)।

এ বিষয়ে র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজুল ও নাঈমকে আটক করা হয়েছে। তাদের র‌্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। অভিযানের বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরো দু’জন পালিয়ে যেতে সক্ষম হন বলে জানায় ৠাব। তবে তাদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

এদিকে, আটক সিরাজুল ও নাঈম ছাত্রশিবির বা অন্য কোনো দলের রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন।

র‌্যাব-৫’র গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পুলিম সুপার মির্জা গোলাম সারোয়ার বাংলানিউজকে জানান, হরতালে নাশকতা চালাতে পেট্রোল বোমাগুলো তৈরি করা হচ্ছিল। তবে বোমাগুলো ব্যবহারের আগেই র‌্যাব উদ্ধার করে। আটকরা কোন দলের রাজনীতির সঙ্গে জড়িত তা বের করার চেষ্টা চলছে। পালিয়ে যাওয়া অপর দু’জনকে আটকের চেষ্টাও অব্যাহত রয়েছে বলে জানান গোলাম সারোয়ার।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় গোরস্থান সংলগ্ন মেহেরচণ্ডি এলাকা থেকে সোমবার সকালে একটি শার্টার গান ও সাতটি বড় হাসুয়া (ধারালো অস্ত্র) পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

দুই ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।    

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।