ঢাকা: রাজধানীর কারওয়ানবাজার এলাকায় হরতাল বিরোধী বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করছে ঢাকা মহানগর (উত্তর) যুবলীগ।
সোমবার (২৯ ডিসেম্বর) সাড়ে ১২টার দিকে তারা এ বিক্ষোভ-মিছিল ও সমাবেশ শুরু করে।
নেতৃত্ব দিচ্ছে ঢাকা মহাগনর (উত্তর) যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবু। এছাড়া আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদ ইসমাইল হোসেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ, আনোয়ার হোসেন প্রমুখ।
নেতাকর্মীরা জানান, বিএনপি জামায়াতের হামলায় যারা আহত হয়েছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এ ধরনের হামলা আর হতে দেওয়া হবে না। যেখানেই বিএনপি ও জামায়তের নেতাদের দেখা যাবে তাদের প্রতিহত করা হবে। তাদের রাজপথে নামতে দেওয়া হবে না।
নেতারা আরও বলেন, পাকিস্তানের প্রেতাত্তা খালেদা জিয়া দেশের বিরুদ্ধে এবং দেশ ধ্বংসের নীল নকশা আকছে। আমরা এ ধররেণর চক্রান্ত এ দেশের মাটিতে হতে দেব না। যেকোনো ধরনের চক্রান্ত মোকাবিলায় আমরা প্রস্তুত।
তারেক রহমানের বিষয়ে তারা বলেন, তাকে দেশের মাটিতে পা রাখতে দেওয়া হবে না। তারেক জিয়া কুলাঙ্গার। সে জাতীর জনককে সম্মান করতে পারে না।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪