ভোলা: ২০ দলের ডাকা সোমবারের (২৯ ডিসেম্বর) দেশব্যাপী হরতালের সমর্থনে ভোলায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে পিকেটাররা।
সকালে শহরের হোমিওপ্যাথিক কলেজ রোড ও চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে, হরতালে নাশকতা ও পিকেটিংকালে জেলা সদরসহ ছয় উপজেলা থেকে ১৫ জনকে আটক করে পুলিশ।
সকাল থেকে ভোলার বেশীরভাগ ব্যবসা প্রতিষ্ঠান এবং অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তবে স্বাভাবিক রয়েছে ভোলা-লক্ষীপুর ও ভোলা-বরিশাল রুটের ফেরি চলাচল।
নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, হরতালে নাশকতা ও পিকেটিংকালে সদর থেকে ছয়জন, দৌলতখান থেকে একজন, তজুমদ্দিন থেকে দু’জন, লালমোহন থেকে একজন, দক্ষিণ আইচা থানা থেকে তিনজনসহ ১৫ জনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪