ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

কারওয়ানবাজারে হরতালবিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
কারওয়ানবাজারে হরতালবিরোধী মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে রাজধানীর কারওয়ানবাজারে মিছিল বের করেছে আওয়ামী হকার্স লীগ।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে হরতালবিরোধী মিছিলটি বের হয়ে ফার্মগেটের দিকে যায়।



হকার্স লীগের অর্ধশত নেতাকর্মী মিছিলে উপস্থিত ছিলেন।

গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে। অন্যদিকে রাজপথে থেকে হরতাল মোকাবেলার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।  

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গুলশান কার্যালয়ে দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে হরতালের সিদ্ধান্ত নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসিচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।