ঢাকা: বিএনপি-জামায়াত জোটের হরতাল জনগণ প্রত্যাখান করেছে দাবি করে তাদের কর্মীদের পাওয়া মাত্র গণধোলাই দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে হরতাল বিরোধী এক সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদের এ সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
দলের নেতাকর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত জোটের কর্মীদের পাড়া-মহল্লায় প্রতিরোধ করতে হবে। এরা ডাকাত-ছিনতাইকারীর চেয়ে ভয়ঙ্কর। এদের যেখানেই পাবেন, গণধোলাই দেবেন। এরা (বিএনপি-জামায়াত) আর রাজনৈতিক কর্মী নয়, দুষ্কৃতিকারী। খালেদা জিয়া দুষ্কৃতিকারীদের নেত্রী। পেট্রোল বোমা নিক্ষেপ কোনো রাজনৈতিক কর্মীর কাজ নয়।
সাবেক বন ও পরিবেশ মন্ত্রী বলেন, রাজধানীর চিত্র দেখলে মনে হবে না হরতাল চলছে। ঢাকাবাসীসহ দেশের মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে। এজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে ধন্যবাদ জানাই।
গাজীপুরে সমাবেশ না করতে পারার লজ্জা ঢাকতে খালেদা জিয়া হরতাল দিয়েছেন, দাবি হাছান মাহমুদের।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, হেদায়েতুল ইসলাম স্বপন, শিক্ষক নেতা শাজাহান আলম সাজু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪