ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার সিলেটে বিএনপির আধাবেলা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
মঙ্গলবার সিলেটে বিএনপির আধাবেলা হরতাল

সিলেট: সিলেট মহানগর ও জেলায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি। সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।



মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে আটকের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর জজ কোর্ট এলাকায় বিক্ষোভ সমাবেশের সভাপতির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দিলদার হোসন সেলিম হরতাল করার ঘোষণা করেন।

তিনি বলেন, কোনো কারণ ছাড়াই মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে পুলিশ আটক করেছে। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা ও মহানগরে হরতাল পালন করবে বিএনপি।

সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আবুল কাহের চৌধুরী শামীম, অ্যাডভোকেট আব্দুল গফফার, বদরুজ্জামান সেলিম, আলী আহমদ প্রমুখ।

সোমবার সকাল সোয়া নয়টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা দুই ছাত্রদল কর্মীকেও আটক করা হয়।

এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে নিরুত্তাপভাবে চলছে। সকাল পৌনে ৮টায় নগরীর কাজিটুলা এলাকায় পৃথক ঝটিকা মিছিল বের করে ছাত্রদল ও ছাত্রশিবির। এ সময় তাদের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও রাস্তায় অবরোধ করা হয়।

এছাড়া নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোর থেকেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে গাড়িযোগে টহল দিচ্ছেন তারা। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সকাল-সন্ধ্যা এ হরতাল পালন করছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।