ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

হরতাল সমর্থনে ধামরাইয়ে মিছিল

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
হরতাল সমর্থনে ধামরাইয়ে মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ঢাকা জেলা মহিলা দলের নেতাকর্মীরা।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ধামরাই উপজেলার আইনগণ এলাকায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।



এসময় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিনসহ ধামরাই থানা ও সাভার থানা মহিলা দলের নেতাকর্মীরা।

মহিলা দলের নেতাকর্মীরা এসময় বর্তমান ‘অবৈধ সরকারকে’ পদত্যাগ করে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানান। অন্যথায় খালেদা জিয়ার নেতৃত্বে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।