ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পুলিশি বাধায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কর্মসূচি পন্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১
পুলিশি বাধায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কর্মসূচি পন্ড

ঢাকা: পুলিশের বাধার মুখে সোমবার ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কর্মসূচি পন্ড হয়েছে। এসময় পুলিশের লাঠি পেটায় ১৫ আহত হয়।

পুলিশ একজনকে আটক করেছে।

সোমবার বিকেলে ৪টায় মুক্তাঙ্গণে তাদের বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল। এসময় বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সেখানে জড়ো হতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধা পেয়ে তারা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে। এসময় পুলিশ তাদের আবারও বাধা দেয়।

পুলিশের বাধার মুখে বিকেল সোয়া চারটার দিকে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মহানগর আমির আবুল কাশেম বলেন, ‘পুলিশের বাধার কারণে আমাদের কর্মসূচি স্থগিত করা হচ্ছে। ’

তার বক্তব্য শেষ না হতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে বাস্তবায়ন কমিটির নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশের পিটুনিতে কমপক্ষে ১৫ জন আহত হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ একজন আটক করে।

পুলিশের এডিসি (রমনা জোন) নূরুল ইসলাম বলেন, ‘সমাবেশ করার কোনো অনুমতি না থাকায় পুলিশ তাদের বাধা দিয়েছে। ’

জানমালের নিরাপত্তার জন্য লাঠিচার্জ করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad