ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা সোমবারের হরতালের সমর্থনে সুনামগঞ্জে বিএনপি ও ছাত্রদল পৃথক বিক্ষোভ ও সমাবেশ করেছে।
 
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে শহরের পৌর বিপণি চত্বর থেকে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

 
 
মিছিলটি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
 
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, অ্যাডভোকেট মাসুক আলম, নাদের আহমদ, রেজাউল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত, জেলা জিয়া পরিষদের সভাপতি শেরগুল আহমেদ, যুগ্ম সম্পাদক আকরুল ইসলাম চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা অ্যাডভোকেট কামাল হোসেন, সুনামগঞ্জ পৌর জিয়া পরিষদের সভাপতি কামাল পাশা, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম শফিক, ইকবাল হোসেন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।