ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
রাজশাহীতে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর সোনাদীঘি মোড়ে পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।



সোমবারের (২৯ ডিসেম্বর) হরতাল সমর্থনে বিএনপি কর্মীদের মিছিলে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
Rajshahi_bnp_1
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবারের হরতালের সমর্থনে মহানগরীর সাহেববাজার ভুবন মোহন পার্কে বিএনপির কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। এরপর সেখান থেকে ছাত্রদলকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। মিছিলটি সোনাদীঘির মোড় এলাকায়  পৌঁছালে বিপরীত দিক থেকে মহিলা লীগের মিছিল আসছিল। মিছিলে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এ সময় ছাত্রদলের কর্মীরা মহিলা আওয়ামী লীগের মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করলে তারাও ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশ বাধা দিলে ছাত্রদলকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

মহানগরীর বোয়ালিয়া থানার সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, বিক্ষোভ মিছিল করার বিষয়ে ছাত্রদল আগে পুলিশের কোনো অনুমতি নেয়নি। মিছিলটি নিয়ে ছাত্রদলকর্মীরা সোনাদীঘি মোড়ে গিয়ে দুইটি অটোরিকশা ভাঙচুর করে। পুলিশ তাতে বাধা দিতে গেলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। জবাবে পুলিশও প্রায় ৪০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করলে মিছিলকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময় : ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।