ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রংপুরে হরতালের সমর্থনে বিএনপির মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
রংপুরে হরতালের সমর্থনে বিএনপির মিছিল-সমাবেশ

রংপুর: নগরীর গ্রান্ড হোটেল মোড়ে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে গ্রান্ড হোটেল মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।



সমাবেশে বক্তারা বলেন, অবৈধ সরকার বিএনপিকে দমিয়ে রাখার জন্য নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে। পুলিশ দিয়ে আন্দোলন দমানোর জন্য নেতাদের গ্রেফতার করছে।

এসময় মহানগর বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক সামসু জামান সামু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা নাজমুল আলম নাজু প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।