ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

আমিনী-নিজামীদের হাতে ইসলাম নিরাপদ নয়: টুকু

স্টাফ কনেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১
আমিনী-নিজামীদের হাতে ইসলাম নিরাপদ নয়: টুকু

ঢাকা: স্বারাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, আমিনী নিজামীদের হাতে ইসলাম নিরাপদ নয়। তারা এদেশে পাকিস্তানি মওদুদবাদ প্রতিষ্ঠা করতে চায়।

এরা ধর্মের নামে যুদ্ধাপরাধী বিচারকে বাধাগ্রস্থ করতে চায়। এদের পেছনে ইন্ধন ও অর্থ সহায়তা দিচ্ছে খালেদা জিয়া।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ওলামা লীগ আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, ‘গতকালের হরতাল খালেদা জিয়ার অর্থায়নে হয়েছে। বিএনপি হরতালে পরোক্ষ সমর্থন দিয়ে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে। এজন্য হরতালে তাদের সমর্থকরা টুপি পরে অংশ নিয়েছে। পুরো জাতি যখন যুদ্ধপরাধীদের বিচারে ঐক্যবদ্ধ তখন তারা মিথ্যা অজুহাতে হরতাল করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। ’

তিনি আরও বলেন, ‘আমিনী নিজামীরা মুখে নারী নেতৃত্ব হারাম বলছে কিন্তু কাজ করছে খালেদা জিয়ার নেতৃত্বে। এরা ইয়াজিদের বংশধর। এদের হাতে ইসলাম নিরাপদ নয়। এদের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে। ’

শামসুল হক টুকু আরও বলেন, ‘আমিনী নিজামীরা বাংলার মুসলমানদের বিশ্ববাসীর কাছে হেয় করতে চায়। তারা প্রকৃত ইসলাম প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে। তারা বাংলাদেশে পাকিস্থানি মওদুদবাদ প্রতিষ্ঠা করতে চায়। এদের হাতে ইসলাম নিরাপদ নয়। এদের হাত থেকে ইসলামকে নিরাপদ করতে হবে। ’

ইমাম ও ওলামাদের উদ্দ্যেশে তিনি বলেন, ‘ধর্ম ব্যবসায়িরা কওমী মাদ্রসা বন্ধ করে দেওয়া হবে বলে ভুল বুঝাচ্ছে। উসকানি দিচ্ছে। কওমী মাদ্রাসা বন্ধ করা হবে না। ওদের কাছে আমাদের গিয়ে বুঝিয়ে সঠিক পথে আনতে হবে। ’


বিশেষ অতিথির বক্তৃতায় হুইপ আসম ফিরোজ বলেন, ‘যুদ্ধাপরাধীদের  বিচার ও সাধারণ ক্ষমা নিয়ে বঙ্গবন্ধুর নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বঙ্গবন্ধু হত্যা, লুন্ঠন, ধর্ষণকারীদের বিচার শুরু করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া এদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। ’

মার্কিন যুক্তরাষ্টের প্রতি ইঙ্গিত করে হরতাল আহবানকারী ও সমর্থনকারীদের উদ্দ্যেশে তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায় তারা ধর্মের নামে অরাজকতা সৃষ্টি করতে ঐসব দলগুলোকে অর্থ দিচ্ছে। কোনো একদিন তারা লাদেনকে খুঁজতে পার্বত্য চট্টগ্রাম চলে আসবে। ’

আইনপ্রতিমন্ত্রী প্রশ্ন করে বলেন, ‘এক হাতে কোরআন আর এক হাতে লাঠি। এটা কোন ধরনের ইসলাম? এটা কোরআনের অবমাননা। ইসলামের নামে তারা অপকর্ম করে যাচ্ছে। ’

সংগঠন সভাপতি মওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মো. ওমর ফারুক, পীরজাদা মো. আখতার হোসাইন বোখারী, মাওলানা মো.আহাদ আলী, মুফতি আশকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ৫ এপ্রিল ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।