ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

তারেক রহমানকে গ্রেফতার দাবিতে যশোরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, ডিসেম্বর ২৭, ২০১৪
তারেক রহমানকে গ্রেফতার দাবিতে যশোরে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতারের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শহরের চৌরাস্তা মোড়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আলী রেজা রাজু, বঙ্গবন্ধু সৈনিক লীগের যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, শহর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু সাঈদ, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ, সহ-সভাপতি মনোয়ার হোসেন ঈমন প্রমুখ।

মানবন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু বলেন, তারেক রহমান একের পর এক মিথ্যা-বানোয়াট বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি একের পর এক রাষ্ট্রবিরোধী বক্তব্য দিচ্ছে, এটা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।

ইতোমধ্যে তারেক রহমানের বিরুদ্ধে যশোর আদালাতে চারটি মামলা হয়েছে। তার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। এছাড়াও স্বপ্রণোদিত হয়ে সারাদেশের মুক্তিযোদ্ধার পক্ষের মানুষ অসংখ্য মামলা করেছে। তাকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।