বরগুনা: বিএনপির চেয়ারপারসনের গাজীপুরের সমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরগুনা জেলা বিএনপি।
শনিবার বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা ও সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান লে. কর্নেল (অব) আ. খালেক, জেলা বিএনপি নেতা এ জেড এম সালেহ ফারুক ও ছাত্রদল নেতা মুরুদুজ্জামান টিপন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গাজীপুরে ১৪৪ ধার জারি করে সরকার আবারো প্রমাণ করেছে তারা স্বৈরচারী। তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মুক্তি ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪