ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

মৌন সমর্থন দিয়ে হরতালে মাঠে নামেনি বিএনপি

কেন্দ্রীয় কার্যালয়ের পথ মাড়াননি নেতাকর্মীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১
কেন্দ্রীয় কার্যালয়ের পথ মাড়াননি নেতাকর্মীরা

ঢাকা: ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা সোমবারের হরতালে নৈতিক সমর্থন দিলেও  মাঠে নামেননি বিএনপির নেতাকর্মীরা। এমনকি সন্ধ্যা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পথও মাড়াননি তারা।

বিকেলের দিকে কেবল যুবদলের এক সহ-সভাপতিকে দু’জন কর্মীসহ কেন্দ্রীয় কার্যালয়ে যেতে দেখা গেছে।  

এদিকে দিনভর বিএনপি কার্যালয়ের সামনে ১৫/২০ জন মহিলা পুলিশ ও পাশের ভিক্টরি হোটেলের সামনে আরো কিছু পুলিশকে কর্তব্য পালন করতে দেখা গেছে। এসময় বিএনপি অফিসের দ্বিতীয় তলা তালাবদ্ধ ছিল। তৃতীয় তলায় দুই/তিনজন অফিস সহকারী ছাড়া আর কাউকে দেখা যায়নি। এমনকি বিএনপি অফিসের আশপাশের এলাকায়ও কোনো নেতাকর্মীকে পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি।

তবে বিএনপি অফিসের সামনে নয়া পল্টন, পলওয়েল মার্কেট, সিটিহার্ট মার্কেট, জোনাকি সুপার মার্কেট, ফকিরাপুল মোড়, কাকরাইল ও বিজয়নগর এলাকার সব দোকানপাট বন্ধ ছিল।

রাস্তায় রিক্সা ছাড়া অন্য যানবাহন তেমন চলাচল করতে দেখা যায়নি।

বাংলাদেশ সময় ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।