ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আ.লীগের টেন্ডারবাজি দূর করতে হবে: ইনু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১
আ.লীগের টেন্ডারবাজি দূর করতে হবে: ইনু

কুড়িগ্রাম: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘মহাজোটের প্রধান শরিকদল আওয়ামী লীগের মধ্যে দলাদলি, হানাহানি ও টেন্ডারবাজি দূর করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার, সংবিধান সংশোধন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে।



সোমবার দুপুরে কুড়িগ্রাম টাউন হলে জেলা জাসদ আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার পাশে এরশাদ ও ইনু থাকলে মহাজোট কোনোদিন ভাঙবে না। জোট আরও শক্তিশালী থাকবে। ‘

তিনি বলেন, ‘মহাজোট সরকার ক্ষমতায় আসায় দেশ এবং দেশবাসী খালেদা-নিজামীর দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। এই দুঃশাসন যাতে আবার ফিরে আসতে না পারে সেজন্য মহাজোট সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। এজন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। ‘
 
চাল, ডাল, চিনি, তেল ও লবণ রেশনিংয়ের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

কুড়িগ্রাম জেলা জাসদের সভাপতি ইমদাদুল হক এমদাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নারীজোটের আহ্বায়ক আফরোজা হক রিনা ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত রাঙ্গা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সম্পাদক গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ, তৌহিদুল ইসলাম বকসী ঠা-া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।