ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ব্লেইকের মন্তব্য সম্পর্কে হানিফ

স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে কারও ধমকের নিচে থাকতে চাই না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১
স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে কারও ধমকের নিচে থাকতে চাই না

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ড. ইউনূস বিষয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও’ ব্লেইকের দেওয়া বক্তব্যকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ‘স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে কারও ধমকের নিচে থাকতে চাই না।



বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে কারও ধমকের নিচে থাকতে চাই না। চাই না আমরা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। স্বাধীন সার্বভৌম দেশে কোনো পরাশক্তির হস্তক্ষেপ কাম্য নয়। আমরা বন্ধুত্ব চাই, পরামর্শ চাই; হস্তক্ষেপ চাইনা। ’

ইউনূসের বিষয়ে আমেরিকার হস্তক্ষেপের বিষয়ে হানিফ সন্দেহ প্রকাশ করে বলেন, ‘তাদের ভূমিকা সন্দেহজনক। তারা কী তাদের স্বার্থ রক্ষা করতে চায়, নাকি ইউনূসের। ’

ড. ইউনূসের নাগরিকত্ব নিয়ে হানিফ বলেন, ‘ড. ইউনূস আপনি বাংলাদেশের নাগরিক নাকি কোনো পশ্চিমা দেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হলে, আপনার সম্মান নষ্টের বিচার বাংলার জনগণের কাছে দিন। ’

তিনি ইউনূসের প্রতি প্রশ্ন করেন, ‘আপনার কী প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা নেই? দেশের জনগণের প্রতি আস্থা নেই? দেশকে ভালোবাসলে কেন পশ্চিমাদের কাছে বিচার চেয়েছেন?’

হানিফ বলেন, ‘ড. ইউনূসের ক্ষুদ্র ঋণের ব্যবসায় সব খরচ বাদ দিয়ে ২৫ ভাগ লাভ করা যায়। এজন্য ব্যবসাকে টিকিয়ে রাখতে পশ্চিমা বিশ্ব উঠেপড়ে লেগেছে। ’

জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।