ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকার জিয়াকে খলনায়ক হিসেবে পরিচিত করতে চায় : মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১
সরকার জিয়াকে খলনায়ক হিসেবে পরিচিত করতে চায় : মির্জা ফখরুল

ঢাকা : সরকার ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে খলনায়ক হিসেবে পরিচিত করতে চায় বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এই সরকার ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে খলনায়ক হিসেবে পরিচিত করতে চায়।

তারা গণতন্ত্র, বিএনপি ও জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশ ও দেশের মানুষকে রক্ষা করতে তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে। ফ্যাসিবাদী ও স্বৈরাচারী এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে। ’

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘খোন্দকার দেলোয়ারের অভাব পূরণ হওয়ার মতো নয়। বিএনপি ও দেশ যখন চরম বিপর্যয়ের মুখে ছিল, গণতন্ত্র বিপন্ন হচ্ছিল, সে সময় খোন্দকার দেলোয়ার এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ’

তিনি বলেন, ‘এখনও আমাদের দুর্দিন কাটেনি। গভীর ষড়যন্ত্র চলছে। তারই ধারাবাহিকতায় এই সরকার মানুষের মন থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চায়। ’

নয়া পল্টনের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির অর্থ সম্পাদক আব্দুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

বাংলাদেশ সময় : ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।