ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মহাজোটে থেকে দেশকে এগিয়ে নিতে চাই: এরশাদ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১
মহাজোটে থেকে দেশকে এগিয়ে নিতে চাই: এরশাদ

মানিকগঞ্জ: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মহাজোটে থেকে কি পেলাম সেটা দেখার বিষয় নয়। মহাজোটে থেকে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চাই।

মহাজোট দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে মহাজোট  আবারো মতায় আসবে।

বুধবার দুপুরে মানিকগঞ্জে রমজান আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এরশাদ আরও বলেন, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। মহাজোটের ঘোষণা অনুযায়ী প্রতিটি জেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

সদর উপজেলার বরুণ্ডি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এসএম আব্দুল মান্নান, মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বজলুল হক বিশ্বাস, জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দিন আহমেদ, পুলিশ সুপার মো. মাসুদ করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবিএম হেলাল উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন তুষার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, হরিরামপুর উপজেলার চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, মাদার ফাউন্ডেশনের সভাপতি আফরোজা রমজান প্রমুখ।

সমাবেশ শেষে প্রধান অতিথি রমজান আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১৫২৪ঘণ্টা, মার্চ ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।