ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মির্জা ফখরুলকে সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে গেলেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, মার্চ ২০, ২০১১
মির্জা ফখরুলকে সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে গেলেন খালেদা

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দিয়ে গেলেন চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।



বস্তুত খালেদা জিয়ার এ নির্দেশনা মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনেরই নির্দেশ।  

এ প্রসঙ্গে মির্জা ফখরুল বাংলানিউজকে বলেন, ‘চেয়ারপারসন বিদেশ গেলেন। আর মহাসচিব সম্প্রতি মারা গেছেন। আমি সিনিয়র যুগ্ম-মহাসচিব। যেহেতু কাউকে না কাউকে সংগঠন তদারকি করতে হবে তাই ম্যাডাম (খালেদা জিয়া) দলের সাংগঠনিক কাজ পরিচালনার কথা বলে গেছেন। ’

বাংলানিউজের সঙ্গে আলাপে দলের য্গ্মু-মহাসচিব রুহুল কবীর রিজভীও মির্জা ফখরুলের প্রতি খালেদা জিয়ার নির্দেশনা বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।