ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সাংবাদিকদের সঙ্গে কথা বলা হলো না খালেদার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

ঢাকা: বিমানবন্দর কর্তৃপক্ষের কড়াকড়ি ও নিরাপত্তাকর্মীদের অসহযোগিতায় সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে কথা বলা হয়নি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।

সৌদি বাদশাহর রাজকীয় মেহমান হতে রোববার রাতে ঢাকা ছাড়েন তিনি।

রাত ৯টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। আর পরিবারের সদস্যদের নিয়ে খালেদা জিয়া বিমানবন্দরে পৌঁছান আটটা ৫০ মিনিটে।

ভিআইপি লাউঞ্জ ভবনের সামনে গাড়ি থেকে নেমে সাংবাদিকদের খোঁজ করেন খালেদা। কিন্তু পেছনে তাকিয়ে দেখেন-বিমানবন্দরে ঢোকার মুখে সাংবাদিকদের আটকে রেখেছে আর্মড পুলিশ। দলের সিনিয়র নেতারাও ভিড়তে পারছেন না তার কাছে। এ ঘটনায় দু:খ প্রকাশ করে ভিআইপি লাউঞ্জে ঢুকে পড়েন খালেদা।

দলীয় সূত্র জানিয়েছে, ঢাকা ত্যাগের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার ইচ্ছা পোষণ করেছিলেন বিএনপি প্রধান। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের কড়াকড়ির কারণে তা করতে না পেরে মর্মাহত হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।