ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বিমানবন্দরে নাজেহাল বিএনপির এমপিরা

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১১
সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

রাত নয়টার পরপরই তাকে ও তার পরিবারের সদস্যদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।



এদিকে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে আসা সিনিয়র নেতা ও এমপিদের সঙ্গে বিমানবন্দরে দায়িত্বপালনকারী নিরাপত্তাকর্মী, আর্মড পুলিশ ও বিমানবন্দর থানা পুলিশ দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও আবুল খায়ের ভুঁইয়াসহ কয়েক জন বিএনপি নেতা বিমানবন্দরের লাউঞ্জে প্রবেশ করতে চাইলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা, এমনকি ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

নিরাপত্তা কর্মীরা তাদের প্রশ্ন করেন, ‘আপনারা কি সরকারি দলের না বিরোধী দলের এমপি?’

জবাবে বিএনপির এমপিরা নিজেদের বিরোধী দলের বলে পরিচয় দিলে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়।

এ সময় নিরাপত্তা কর্মীরা সাংবাদিকদের সঙ্গের খারাপ ব্যবহার করে বলে অভিযোগ উঠেছে।  

দলীয় সূত্র জানিয়েছে, সৌদি বাদশাহর রাজকীয় মেহমান হিসেবেই খালেদা জিয়ার এই সফর। এ সফরে তিন দিন সৌদি আরব অবস্থান করবেন তিনি। এ সময় ওমরাহ হজ পালন ছাড়াও পায়ের গোড়ালির চিকিৎসা নেবেন বিএনপি চেয়ারপারসন।

আগামী ২৪ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে দলীয় প্রধানকে বিদায় জানাতে আসা সহস্রাধিক নেতাকর্মীকে বিমানবন্দর থেকে প্রায় দু’কিলোমিটার দূরে খিলক্ষেতের কাছে আটকে দেয় পুলিশ। তারা সেখানে দাঁড়িয়েই খালেদা জিয়ার নামে নানা শ্লোগান দিতে থাকেন। খালেদা জিয়া এয়ারপোর্ট যাওয়ার পথে হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।

এরই মধ্যে বিএনপির বেশ কয়েক জন সিনিয়র নেতা বিমানবন্দরে পৌঁছে যান। তাদের মধ্যে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, আমান উল্লাহ আমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবুল খায়ের ভুঁইয়া প্রমুখ।

তবে তাদের কাউকেই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।