ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

চার মামলায় দুই জামায়াত নেতার ১১ দিন করে রিমান্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

ঢাকা: পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া ও গাড়ি পোড়ানো সংক্রান্ত চারটি পৃথক মামলায় দুই জামায়াত নেতার ১১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।



এছাড়া আদালত পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়া সংক্রান্ত দায়ের করা মামলায় অপর এক জামায়াত নেতাকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন।

পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার সংক্রান্ত পল্টন থানায় দায়ের করা পৃথক তিনটি মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও জামায়াত নেতা মিয়া মো. মুজাহিদুল ইসলামকে ৮ দিন করে রিমান্ড দেন আদালত।

বৃহস্পতিবার মহানগর হাকিম ড. আবুল মজিদ এ রিমান্ড মঞ্জুর করে আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ড চাইলে আদালত এ আদেশ দেন।

এছাড়া মহানগর হাকিম এম কে তোফায়েল হাসান মগবাজারে গাড়ি পোড়ানো মামলায় কামারুজ্জামান ও কাদের মোল্লাকে তিন দিন করে রিমান্ড দেন।


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad