ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে সিনিয়র নেতাদের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সৌদি আরব সফরে যাওয়ার আগে শনিবার রাতে গুলশানের কার্যালয়ে গণসাক্ষাত করলেন দলের সিনিয়র নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, ‘ম্যাডাম রোববার সৌদি আরব যাচ্ছেন।

সেজন্যই আমরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। আজ কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিলো না। সাক্ষাতকালে ম্যাডাম দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। ’

শনিবার রাত ৯টায় একে একে চেয়ারপার্সনের কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম শামসুল ইসলাম, মির্জা আব্বাস, বেগম সরোয়ারি রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ডা. এজেড এম জাহিদ হোসেন, এ্যাডভোকেট আহমেদ আযম খান, রিয়াজ রহমান  ও সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে সিনিয়র নেতারা বিএনপির সদ্য প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ারের মানিকগঞ্জে দাফনের বিভিন্ন দিক চেয়ারপার্সনকে অবহিত করেন ।

খালেদা জিয়া সিনিয়র নেতাদের মহাসচিবের মৃত্যু পরবর্তী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা দেন।

সিনিয়র নেতারা সৌদি আরবে থাকাকালে ওমরা পালনের সময় তাদের জন্য দোয়া করতে অনুরোধ করেন।

এছাড়া রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সমাজ কল্যান সম্পাদক আবুল খায়ের ভ্্্্্্ূইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুজ্জামান শিমুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এছাড়া রাতে বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।  

এদিকে রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
 
তিনি বলেন, ‘ম্যাডাম বিদেশে যাবেন সেজন্য সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। ’

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন রোববার রাতে এমিরেটস এয়ারের ফাইটে চিকিৎসার জন্য সৌদি আরব যাবেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।