ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কর্মসংস্থানের সুযোগ না থাকায় অপরাধ প্রবণতা বাড়ছে - শেখ সেলিম

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১
কর্মসংস্থানের সুযোগ না থাকায় অপরাধ প্রবণতা বাড়ছে - শেখ সেলিম

গোপালগঞ্জ: দিন দিন জন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে বেকারত্ব।

এ অভিশাপে হতাশাগ্রস্থ হয়ে  মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কর্মসংস্থানের সুযোগ না থাকায় এগুলো আরো বাড়ছে।

শনিবার গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বীমা গ্রাহকের মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম আরও বলেন, ‘সীমিত সম্পদ দিয়ে সরকারের একার পক্ষে বেকারত্ব সমস্যা দূর করা সম্ভব নয়। এ জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে (এনজিও) এগিয়ে আসতে হবে। ’

এনজিও প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষি উন্নয়ন, মাদকের প্রবণতা কমাতে ও সমাজের বিভিন্ন উন্নয়নে  বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো অবদান রাখছে। ’

শিক্ষা ছাড়া কোনও জাতি উন্নতি করতে পারে না উল্লেখ করে শেখ জানান, বঙ্গবন্ধু দেশে অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন।

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এমডি বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আব্দুল কুদ্দুছ আমীন, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, আওয়ামীলীগ নেতা  চৌধুরী এমদাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি ৭ বীমা গ্রাহকের মৃত্যু দাবির চেক পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

পরে শেখ সেলিম ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুরে একটি ফিলিং স্টেশনের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।