ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

সিলেটে পিস্তলসহ তিন ছাত্রদল ক্যাডার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, মার্চ ১৮, ২০১১

সিলেট: নগরীর জেল রোড এলাকা থেকে পিস্তল ও চার রাউন্ড কার্তুজসহ তিন ছাত্রদল ক্যাডারকে আটক করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। শুক্রবার বিকালে র‌্যাব-৯ এর সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



আটককৃতরা হলেন-মহানগর ছাত্রদলের সহ-অর্থ সম্পাদক মুমিনুল হক চৌধুরী ওরফে রাহি (৩০), ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন (৩০) ও ছাত্রদল নেতা সামসুল ইসলাম (২৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জেল রোড থেকে তিনজনকে অবৈধ অস্ত্র রাখার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ আসামীদের সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলাও হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।