ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

তরুণ প্রজন্মকে রাজনীতিতে এগিয়ে আসতে ড. কামালের আহবান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১১
তরুণ প্রজন্মকে রাজনীতিতে এগিয়ে আসতে ড. কামালের আহবান

ঢাকা: সংবিধান প্রণেতা ও গণফোরাস সভাপতি ড. কামাল হোসেন দেশ গড়তে তরুণ প্রজন্মকে রাজনীতিতে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর পল্টনে সিপিবি কার্যালয়ে গণফোরাম আয়োজিত ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও কৃষকনেতা মাওলানা আহ্মেদুর রহমান আজমীর শোকসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।



ড. কামাল হোসেন বলেন, ‘তরুণরা ব্যক্তিগতভাবে যে আদর্শে বিশ্বাসী হোক না কেন, তাদের উচিত দেশের কৃষক সমাজের জন্য একসঙ্গে কাজ করা। দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখা। ’
 
শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট মনজুরুল আহসান খান,  ফরোয়ার্ড পার্টির সভাপতি অ্যাডভোকেট এবিএম মোস্তফা আমীন, গণতন্ত্রী পার্টির সেক্রেটারি নুরুর রহমান সেলিম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেছে। তারা দেশের গৌরব নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাকে অপদস্ত করার চেষ্টা করছে। ’

মাওলানা আহ্মেদুর রহমান আজমী সর্ম্পকে বক্তারা বলেন, ‘মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েও তিনি গণফোরামের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি সমাজতন্ত্রে বিশ্বাস করতেন। তারা চিন্তা-চেতনা যুগ যুগ ধরে সবার কর্মে পাথেয় হয়ে থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।