bangla news

মার্কিন মন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠক আজ শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৩-১৮ ৭:২৮:০০ এএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেইক আজ শনিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করবেন।

ঢাকা: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেইক আজ শনিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করবেন।

সাক্ষাৎটি সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার করার কথা রয়েছে।

জানা গেছে, দুই দেশের পারস্পরিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে।

তবে বিশ্বস্ত একটি সূত্র জানায়, ড. ইউনূসের বিষয়েও তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ও তাদের আলোচনায় স্থান পাবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-03-18 07:28:00