ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মহাজোটে থেকে নির্বাচন করতে চান এরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১

চট্টগ্রাম: মহাজোটে থেকেই আগামী নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেছেন, ‘ভবিষ্যতের রাজনীতি কি হবে জানি না, তবে আমি এখনো মহাজোটে আছি, ভবিষ্যতেও থাকতে চাই।

কর্মীদের মধ্যে কিছু ােভ আছে তবে সেটা আমার ােভের বহি:প্রকাশ নয়। ভবিষ্যতে দল এবং দেশের জন্য যেটা ভাল হয় সে সিদ্ধান্তই আমি নেব। ’

বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে চেম্বারের পরিচালকদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে আমি মহাজোট গঠন করেছিলাম, এ জোটের প্রতি আমার কমিটমেন্ট আছে। কাউকে হতাশ করার জন্য নয়, শুধু মহাজোট নেত্রীকে অতীত স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি অনেক সময় অনেক কথা বলি। আশা করি, আমরা আগামী নির্বাচনে জিতে আবারও মতায় আসতে পারব। ’

মহাজোট সরকারের দু’বছরের মূল্যায়ন বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অতীতের সরকারের তুলনায় আমাদের ব্যর্থতা অনেক কম। আমরা হয়তো এখনো সব প্রতিশ্র“তি পূরণ করতে পারিনি। আগামী তিন বছরের মধ্যে অবশ্যই সব প্রতিশ্র“তি পূরণ করা হবে। ’

আগামী নির্বাচনকে তার জীবনের শেষ নির্বাচন হিসেবে উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমার বয়স এখন আশি চলছে। আগামী নির্বাচনে শেষবারের মতো অংশ নেব। এরপর যতদিন বেঁচে থাকি ততদিন আমার সন্তান জাতীয় পার্টির সঙ্গে থাকবে। ’

বিএনপির সংসদে যোগদানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি সংসদে এসেছে ভাল কথা। কিন্তু সংসদে কথা বলতে গেলে এখন আর কেউ ভদ্রলোক থাকেন না। অতীতের মানুষকে নিয়ে টানাটানি, বর্তমানদের চরিত্র হনন করা হয়। এটা সুস্থ রাজনীতি নয়। ’

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চেম্বারের পে বক্তব্য রাখেন পরিচালক সৈয়দ জামাল আহমেদ, মাহফুজুল হক শাহ ও ক্যাপ্টেন শফি চৌধুরী।

জাতীয় পার্টির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জাপা’র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলু, সাংসদ এইচ এম গোলাম রেজা, অ্যাডভোকেট সালমা আলী, মাহজাবিন মোরশেদ ও নূর ই হাসনা চৌধুরী লিলি।

বিকেলে হুসেইন মুহম্মদ এরশাদের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং চট্টগ্রাম আর্ন্তজাতিক বাণিজ্যমেলা পরিদর্শনের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।