ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেলোয়ারের বাসায় মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১

ঢাকা: খোন্দকার দেলোয়ার হোসেনের আরমানিটোলার বাসায় বুধবার রাত আটটায় বিএনপির পক্ষ থেকে সমবেদনা জানাতে গিয়েছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থ সম্পাদক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপি নেতা-কর্মীরা।



এ সময় বাসায় ছিলেন মৃতের স্ত্রী বেগম সাহেরা হোসেন, মেয়ে ডা. আকতারা খাতুন লুনা ও ছেলে আকতার হামিদ পবনসহ পরিবারের সদস্যরা।

খোন্দকার দেলোয়ারের মৃত্যুর খবর শুনে তার শুভাকাক্সী, প্রতিবেশী আত্মীয় স্বজন, কেন্দ্রীয় বিএনপি, মানিকগঞ্জ বিএনপির নেতাকর্মী ও স্থানীয় মানুষ তার আরমানিটোলার বাসায় ভিড় করেন।  

মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।