ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে বিএনপিতে শোকের ছায়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১
খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে বিএনপিতে শোকের ছায়া

ঢাকা: বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে বিএনপিতে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার দুপুর ৩টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোন্দকার দেলোয়ার।



বিএনপি’র পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে দিনভর কোরআনখানি চলবে। এছাড়া দলের নেতা-কর্মীরা কালোব্যাজ ধারণ করবেন।

খোন্দকার দেলোয়ারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভীড় বাড়তে থাকে শোকার্ত নেতা-কর্মীদের। সেখানে সৃষ্টি হয় এক শোকবিধূর পরিবেশ।

একই অবস্থা দেখা গেছে রাজধানীর আরমানিটোলায় খোন্দকার দেলোয়ারের বাসভবন ও তার আশেপাশের এলাকায়।

খোন্দকার দেলোয়ারের নিজ নির্বাচনী এলাকা মানিকগঞ্জের ঘিওর-দৌলতপুরেও নেমে এসেছে শোকের ছায়া।  

বুধবার সকালের দিকেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে খোন্দকার দেলোয়ারের শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হয়। তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কাজ করছিলো না। এ অবস্থায় দ্রুত মেডিকেল বোর্ড বসে। কিন্তু দুপুর পর্যন্ত চেষ্টা করেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

গুরুতর অসুস্থ দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য গত ৪ মার্চ সিঙ্গাপুর নেওয়া হয়।

তিনি নিউমোনিয়ার পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন।

বাংলাদেশ সময় ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।