ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

এ্যানীর জামিন ফের নামঞ্জুর

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

ঢাকা: ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক।

শাহবাগ থানায় দায়ের করা চারটি মামলার শুনানি শেষে বুধবার ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন তার জামিনের আবেদন নাকচ করে দেন।



এ্যানীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, এর আগে গত ১২ জুলাই ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইনের আদালতও তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ২৭ জুন বিরোধী দলের ডাকা হরতালের সমর্থনে এ্যানীসহ অন্য আসামিরা যানবাহন ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ভাংচুর করেন, রাস্তাঘাট আটকে মানুষের চলাচল ও পুলিশের কর্তব্যে বাধা দেন।

এসব অভিযোগে শাহবাগ থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১২ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাকে একটি মামলায় জামিন দেন।

হরতালের দিনই এ্যানীকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad