ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

জামায়াতের সাতক্ষীরা আমীরসহ ৫১ জনের আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

ঢাকা: সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাদ্দেস আব্দুল খালেকসহ জামায়াত-শিবিরের ৫১ কর্মী বুধবার চার মাসের আগাম জামিন পেয়েছেন।

বিচারপতি আফজাল হোসেন আহমেদ এবং বিচারপতি মো: আবদুল হাফিজের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন।


 
একইসঙ্গে এইসব জামায়াত নেতাকর্মীদের কেন স্থায়ী ভিত্তিতে জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি ৪ সপ্তাহের রুল জারি করেছেন আদালত।

সাতক্ষীরা সদর থানায় সরকার বিরোধী ষড়যন্ত্র এবং অবৈধ মিছিল করার অভিযোগে তাদের বিরুদ্ধে গত ১৫ জুলাই মামলা করে পুলিশ।

আবদুল খালেকসহ ৫১ নেতা-কর্মী বুধবার আদালতে হাজির হয়ে আগাম জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলায় জামায়াত নেতাকর্মীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪২৭ জুলাই ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।