ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিদ্ধান্ত নেওয়ার পর সংসদে যোগ দেবে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মার্চ ১০, ২০১১

ঢাকা: বিএনপি সংসদে যোগ দেবে কিনা সে সিদ্ধান্ত এখনো হয়নি বলে বাংলানিউজকে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

চলতি অধীবেশনে সংসদে যোগ দিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার রাতে বাংলানিউজকে তিনি এ কথা জানান।



তিনি বলেন, ‘আমরা সংসদে যোগ দেব। তবে কবে নাগাদ যোগ দেব তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ’

জয়নুল আবদিন ফারুক আরো বলেন, ‘সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে আজকালের মধ্যেই বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া হয়তো কোনো সিদ্ধান্ত দেবেন। তারপর আমরা কবে সংসদে যোগ দেব তা বলা যাবে। ’

তিনি বলেন, ‘সংসদে যাওয়ার প্রস্তুতি আমাদের সব সময় ছিলো, এখনো আছে। ’

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।