ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সংসদে যোগ দেওয়ার সময় নির্ধারন হয়নি: জয়নুল আবদীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১১
সংসদে যোগ দেওয়ার সময় নির্ধারন হয়নি: জয়নুল আবদীন

ঢাকা: ‘সংসদে কবে যোগ দেব সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি’ এমনটা বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক।

আগামি রোববার কিংবা সোমবার বিএনপি সংসদে যোগ দিচ্ছে এমন খবরের পরিপ্রেক্ষিতে জানতে চাওয়া হলে তিনি এ কথা বলেন।



বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।    

জয়নুল আবদীন বলেন, আজকালের মধ্যেই বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করা হবে। তিনি সিদ্ধান্ত দেয়ার পরই আমরা সংসদে কখন কোন দিন যোগ দিচ্ছি তা বলা যাবে।

তিনি বলেন, সংসদে যাওয়ার প্রস্তুতি আমাদের সব সময় ছিলো এখনো আছে।

বাংলাদেশ সময় ২০৩৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।