ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যে কোনো দিন নতুন বাসায় বসবাস শুরু করবেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১১

ঢাকা: যে কোনো দিন থেকে নতুন বাসায় বসবাস শুরু করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল বৃহস্পতিবার বিকেলে বাংলানিউজকে একথা জানান।



তিনি বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) বাসায়তো উঠেছেনই। তার বাসা তিনি অনেক আগেই নিয়ন্ত্রণে নিয়েছেন। নিয়মিত  সেখানে যাচ্ছেন। অবস্থান করছেন। মালামাল গোছগাছ করছেন। বাসায় বসবাসের প্রাক প্রস্তুতিও প্রায় শেষ। শুধু নিয়মিত বসবাস শুরু বাকি আছে। ’
 
তিনি আরো বলেন, ‘তিনি (খালেদা) সেখানে কখন নিয়মিত বসবাস শুরু করবেন তা তার ব্যাপার। ’
 
গত নভেম্বরে সেনানিবাসের বাসা ছেড়ে দেওয়ার পর থেকে খালেদা জিয়া তার ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় অবস্থান করছেন।

গত বছরের ডিসেম্বরে গুলশানের ৭৯ নম্বর রোডের এক নম্বর (ফিরোজা) বাড়িটি ভাড়া নেন তিনি। জানুয়ারি মাস থেকে বাড়ির সংস্কার কাজ শুরু হয়।

এ বাড়ির মালিক হচ্ছেন বিএনপি নেতা মেজর (অব.) কামরুল ইসলামের ছেলে তানভীরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।