ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

গোপন বৈঠকের সময় সাকার ৭০ ক্যাডার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১১
গোপন বৈঠকের সময় সাকার ৭০ ক্যাডার আটক

চট্টগ্রাম : গোপন বৈঠক করার সময় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ির একটি কমিউনিটি সেন্টার থেকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ৭০ জন ক্যাডারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে আলমাস সিনেমা হল সংলগ্ন গুলশান কাব কাম কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়।


 
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট খেলা ব্যাহত করে সরকারকে বেকায়দায় ফেলতে সাকার ক্যাডাররা চট্টগ্রামের গুলশান কাবে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। ওই বৈঠক থেকে ৭০ জনকে আটক করা হয়েছে। ’

এর আগে গত মঙ্গলবার সাকা চৌধুরীর সমর্থনে ছাপানো ১৬০০ পোস্টার, লিফলেটসহ সাকা চৌধুরী ফ্রিডম কাউন্সিলের’ যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান নিজামী নামে (৪২) এক ব্যক্তিকে আটক করে গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশ সময় : ১৮১১ ঘণ্টা, মার্চ ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।