ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সম্পদ গোপন করার মামলায় আদালতে সাঈদ এস্কান্দারের আত্মসমর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১১
সম্পদ গোপন করার মামলায় আদালতে সাঈদ এস্কান্দারের আত্মসমর্পণ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই মেজর (অব.) সাঈদ এস্কান্দার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে বিচারক পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।



উল্লেখ্য, গত বছরের ২৮ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক বেনজীর আহমেদ বাদী হয়ে রমনা থানায় এ মামলা দায়ের করেছিলেন।

মামলায় অভিযোগ করা হয়, সাঈদ এস্কান্দার দুদককে দেওয়া হিসাব বিবরণীতে জ্ঞাত আয় বহির্ভূত ৪ কোটি ৭২ লাখ ৭৭ হাজর ৬০২ টাকার সম্পদের হিসাব গোপন করেছিলেন।

সাঈদ এস্কান্দার গত বছরের ৩ মে হাইকোর্ট থেকে মামলার অভিযোগপত্র দাখিল অবধি জামিন পান।

গত ৬ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল হওয়ায় তার জামিন অকার্যকর হয়ে যায়। মামলায় ১২ জনকে সাক্ষী করা হয়।
তার পক্ষে জামিনের শুনানিতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ আলম, ইকবাল হোসেন, তাহেরুল ইসলাম তৌহিদসহ কয়েকজন আইনজীবী অংশ নেন।

বাংলাদেশ সময় : ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।